ঐতিহ্যবাহী রাজার গাঁও উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

বার্তা সম্পাদক মোঃ ছাদিকুর রাহমান, দৈনিক মানবাধিকার সংবাদ । সিলেট সদর উপজেলার শিবের বাজার ঐতিহ্যবাহী রাজার গাঁও উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরিদান করে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ শাবাজ মিয়া ও জনাব মোঃ মুক্তার হোসেনের যৌথ সঞ্চালনায় পরিচালিত হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকা জনাব খাদিজা বেগম, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকা জনাব সরমা সিংহ, দিলরুবা আলম, নীলিমা খান ঈষিতা, স্নিগ্ধা রাণী ভৌমীক, মোঃ হেলাল আহমদ প্রমূখ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সভাপতি জনাব ইসলাম উদ্দিন সাহেবের সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজ সমাপ্তি ঘোষণা করা হয়।