কাউন্সিলর প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
মাদারীপুর প্রতিনিধি:
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মাদারীপুরের শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (পানির বোতল) আকতার হোসেন খানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে কাউন্সিলর প্রার্থী আকতার হোসেন খান তার নির্বাচনী এলাকায় লোকজন নিয়ে উঠান বৈঠকে করেছেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থি। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান উপস্থিত হয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ভোটার ১৭ হাজার ৯১৮ জন। এর মধ্যে ৯ হাজার ১৭ জন নারী, ৮ হাজার ৯৬১ জন পুরুষ ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ কেরবেন।