কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি তে ভয়াবহ আগুন

। নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন। রাজধানীর সন্নিকটে কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় মেইন রোডে আল-আমিন টাওয়ারের পার্শে কয়েল কারখানা ও পলিথিনের গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুনের সুত্রপাত কি ভাবে হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে যানা যায়নি। ২১/০২/২০২১ ইং রোজ রবিবার সন্ধা আনুঃ সাড়ে ছয়টায় আগুন লাগে এতে আহত বা নিহতের কোন খবর