দক্ষিণ সুনামগঞ্জে ফলজ গাছ কেটে জায়গা দখলের চেষ্টা থানায় অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি:: মোঃ আব্দুল শহীদ
দক্ষিণ সুনামগঞ্জে পূর্ব বিরুদের জেরে অনেকগুলো ফলজ গাছ কেটে বসত বাড়ির জায়গা দখলের চেষ্টাকালে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতরী গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জায়গার মালিক মোছা: নুরুন নেছা বাদি হয়ে ৬ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলো, মৃত: সফিক মিয়ার বকাটে-সন্ত্রাসী ছেলে আসির মিয়া (২৭), নাসির মিয়া (২৫), রাসিক মিয়া (২০), মারুফ মিয়া (২২), সাকিল মিয়া (১৮) স্ত্রী আনোয়ারা বেগম (৫০) প্রমুখ।
অভিযোগ সূত্রে জানা যায়, আসির মিয়া গংরা ৬ ভাই। তারা সবাই প্রায় বেকার। আসির মিয়ার যখন নেশার ঠান পড়ে তখন টাকার জন্য সৎ মা-বোনদের মারধর করে বাড়ির ফলজ গাছ কেটে নিয়ে অন্যত্র বিক্রি করে নেশার যোগান দেয়। ঘটনার দিন সকালে আসির গংরা সৎ মাকে রামদা দিয়ে ভয় দেখিয়ে অনেকগুলো গাছ কেটে সেখানে গোয়াল ঘর বানানোর চেষ্টা কালে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই রনজিত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করে কর্তনকৃত গাছ উদ্ধার সহ ঐ জায়গায় কোন ধরনের স্থাপনা তৈরী করতে আসির গংদের নিষেধ করা হয়।
এ বিষয়ে মোছা: নুরুন নেছা বলেন, আমার চার মেয়ে ছিল তাদেরকে বিয়ে দিয়ে ফেলেছি। বাড়িতে আমি একা থাকি কিন্তুু আসির গংরা মিলে আমার অনেক জায়গা-জমি দখল করে ফেলেছে। শেষ পর্যন্ত চেষ্টা চালাচ্ছে আমার মাথা গোজার ঠাই টুকু কেড়ে নিতে।
এ ব্যাপারে আসির মিয়া বলেন, আমার গরু রাখার জায়গা নাই। ঐ জায়গায় আমি গোয়াল ঘর বানিয়ে গরু রাখব।
এ ব্যাপারে সাব-ইন্সপেক্টর রনজিত দেব নাথ জানান, আমি ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে জানতে পারি আসির মিয়া গাছগুলো কেটেছে। তদন্ত শেষ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#