মহান অমর ২১শে ফেব্রুয়ারি পালন”

জেলা প্রতিনিধি :-মোঃ শামীম আহমেদ পটুয়াখালী জেলা।
অমর একুশে ফেব্রুয়ারি.. আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি.. ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি… বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহিদের দল জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল… তাদের দানে আজকে আমরা স্বাধীন বাংলা বলি..সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি…সকল ভাষা শহীদদের প্রতি রইল আমার বিনাশ্রম শ্রদ্ধা।
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব শহীদের যাদের ত্যাগের বিনিময়ে আজ বাংলা ভাষার সন্মান প্রতিষ্ঠিত হয়েছে।আরও স্মরণ করছি জননেত্রী শেখ হাসিনাকে যার একান্ত প্রচেষ্টায় আজ আমাদের মাতৃভাষা “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ” হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আমখোলা ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাএলীগ এর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা। এবং আমখোলা ইউনিয়ন বাসি সহ সকলের প্রতি রইলো শুভকামনা। ২১/০২/২০২১ এর প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটের সময় আমখোলা হাট কলেজ মাঠ প্রাঙ্গণের শহীদ মিনারে সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলী ঙ্গাপন করেন।
আমখোলা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও আমখোলা ইউনিয়নের বতর্মান সফল চেয়ারম্যান { মোঃ কামরুজ্জামান মনির হাওলাদার }। ইউ,পি সচিব বিপ্লব কুমার রায়, আমখোলা ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোঃ আরাফাত হোসেন (আবুল মৃধা),
আমখোলা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাফর হাওলাদার,আমখোলা ইউনিয়ন যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল সর্নমত, আমখোলা ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হাওলাদার, আমখোলা ইউনিয়ন ছাএলীগ সভাপতি মোঃ নোমান মৃধা, আমখোলা ইউনিয়ন ছাএলীগের সহ সভাপতি মোঃ ইসাহাক হাওলাদার, আমখোলা ইউনিয়ন ছাএলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম বাবু, সহ ইউনিয়ন আওয়ামীলীগ.যুবলীগ.ছাএলীগ অন্যান্য নেএীবৃন্দো।