আর্দশবান ছাত্র আমাদের প্রিয়নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাননীয় তথ্যমন্ত্রী Dr. Mohammed Hasan Mahmud MP মহোদয় তার শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ….

প্রকাশক ও সম্পাদক মোঃআজিরউদ্দিনসেলিম। দৈনিক মানবাধিকার সংবাদ।
যথারীতি ফ্লাইট ধরার জন্য তাড়াহুড়ায় ছিলেন তিনি।কিন্তু গাড়ির গ্লাসের ফাঁক গলিয়ে চিনতে ভুল করেননি কৈশোরের সেই স্কুলজীবনের শিক্ষককে।দেখেই গাড়ি থেকে নেমে গিয়ে দোয়া নিলেন,কুশলাদি জিজ্ঞেস করলেন,মনযোগ দিয়ে শুনলেন প্রিয় শিক্ষকের কথা।
ঘটনার আকস্মিকতায় আমরা বিমূর্ত হয়ে যায়।
আবেগাপ্লুত হয়ে যায় কৈশোরের সেই স্কুলজীবনের শিক্ষক ও।কবেকার সেই ছাত্র তাও আবার আজকের রাজনীতির মাঠের তারকা রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,মন্ত্রী সভার জ্যেষ্ঠ মন্ত্রী,মাননীয় তথ্য মন্ত্রী, নন্দিত নেতা, ড.হাছান মাহমুদ এমপি’র এইরকম সম্মান প্রদর্শন স্কুল জীবনের সেই শিক্ষক ও অবাক হয়ে যান।
আমরা আবারও আমাদের নেতা থেকে শিখলাম ক্ষমতা মানুষকে কিভাবে বিনয়ী করে
প্রিয়নেতার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করছি..