কবিতা,(বিট পুলিশিং)

কবি আলহাজ্ব মোঃ আজিজুর রহমান, সহকারি শিক্ষক(অবঃ) সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিট পুলিশিং তৎপরতায়, কমছে জুয়া তাস,দেশের মানুষ সবাই এখন,করছে সুখে বাস।
কি সমস্যা খুলে বলেন ইভটিজিং এর ভয়, বিট পুলিশিং বন্ধুসুলভ জানিবে নিশ্চয়।
পাড়া গ্রামের বাল্যবিয়ে করতে হবে রোধ, স্বল্প বয়সে ঝুঁকিপূর্ণ থাকতে হবে বোধ।
দৌর গোড়ায় বিট অফিসার কমসে ডাকাত, চোর সৎ আদর্শ হলে সবাই আসবে শুভ ভোর।
বিপদ হলে ট্রিপল নাইন তড়িৎ দিলে ফোন, সঠিক সেবা পেয়ে যাবেন কাছেই প্রশাসন।
নিজের কথা বলবে খুলে হবে স্বনির্ভর, একাই যাবেন বিট অফিসে লাগবে না মাতব্বর।
পোশাক দেখে পুলিশ ভীতি কন্ঠ কাঁপে ডরে, এখন আবার সালাম দিয়ে সমস্যা তুলে ধরে।
বিট পুলিশিং গ্রামেগঞ্জে করছে সমাবেশ, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
সু-স্বাগতম জানাই মোরা মুজিব বর্ষের অঙ্গীকার,দেশের কাজে ব্যস্ত সদা পুলিশ এখন জনতার।
জননেত্রী শেখ হাসিনা দেশের কাজে মন, বিশ্ব মাঝে মাথা উঁচু ভাবনা সারাক্ষণ।————————————————–সারাদেশে বিট পুলিশিং কার্যক্রম চলছে।তারই ধারাহিকতায় দেওয়ানগঞ্জ উপজেলার প্রতিটা ইউনিয়নে পালিত হয় বিট পুলিশিং।বিট পুলিশিং নিয়ে আমিসানন্দ বাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অবঃ) আলহাজ্ব আজিজুর রহমান – কবিতাটি সানন্দ বাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের চৌখশ অফিসার জনাব মোঃ জোয়াহের হোসেন খানকে উৎসর্গ করলাম।