স্বরুপকাঠির চাঁদকাঠি বাটনাতলা শতবর্ষ পদার্পন পালিত

স্বরুপকাঠি প্রতিনিধি:
চল ফিরে যাই মহা মিলন মেলাতে” এ শ্লোগানকে সামনে রেখে শতবর্ষে পদার্পন করতে যাচ্ছে পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা গুয়ারেখা ইউনিয়নের ই ,এস,পি , ইনস্টিটিউশন চাঁদকাঠী বাটনাতলা উচ্চ মাধ্যমিক শতবর্ষে পদার্পন করেন সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষক-শিক্ষিকা সম্মেলন করেন একুশগ্রাম সম্মিলনী পাবলিক ইনস্টিটিউশন।
গতকাল ১৩/১/২০২১ মঙ্গলবার সকাল ৯টার থেকেএ উপলক্ষে শতবর্ষ পদার্পন বারের মতো অনুষ্ঠিত হয় ওই বিদ্যালয়ের শতবর্ষ পালনের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির ও ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার সৌরভসুতার। সভায় স্বাগত বক্তব্য রাখেন, শতবর্ষ উদযাপন ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মনোজ বাবু, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় বেপারী, ডাক্তার মানিক বড়াল,
আওয়ামী লীগের গুয়ারেখা ইউনিয়নের সভাপতি হীরালাল বডাল
, ছাত্রলীগের সভাপতি জসিম,
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল রব সিকদার,
ছিলেন , মুশিবুল হাসান, শিক্ষা মন্ত্রণালয়। গুয়ারেখা ইউনিয়ন ৮ নং
ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মিন্টু ফকির, সাবেক
যুবলীগের আহ্বায়ক বিজন কৃষ্ণ বেপারী,সেনাবাহিনীর
অবসরপ্রাপ্ত রাজ্জাক ফকির, ১১ গ্রামের শিক্ষক মাসুম বিল্লাহ,
বিদ্যালয়টি স্থাাপিত হয়েছে ১৯২২ ইং সালে। দীর্ঘ পথ অতিক্রম করে ৭৫ বছর বর্ষপূর্তি হতে যাচ্ছে বিদ্যালয়টি। এ জন্য শতবর্ষ পালনের বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ।
যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে এই বিদ্যালয়ের শতবর্ষ পদার্পন উদযাপন করতে পারে। ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্র-ছাত্রীদের সঞ্চালনায় সভায় শতবর্ষ পালনে নানা পরামর্শ তুলে ধরেন বক্তারা। এছাড়াও বক্তারা ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সার্বিক সহায়তার আহবান জানান।