“স্ত্রী এর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু “

জেলা প্রতিনিধি :- মোঃ শামীম হাওলাদার,পটুয়াখালী জেলা !!
আজ সকাল ৭.৩০ এর সময় পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় তলার গাইনী বিভাগের ওপারেশন ওটীর কাছে উক্ত ঘটনা ঘটে ! নিচে যে বাচ্চাটার ছবি দেখতে পাচ্ছেন এই বাচ্চার বাবা মা উভয় আজকে সকালে মারা গেছেন !
বাচ্চাটি এই মাসের ৬ তারিখে জন্মগ্রহণ করেছে ! তার জন্মের ৮ দিনের মাথায় সে তার বাবা মা উভয় কে হারিয়েছে ! বাচ্চাটি সিজারে জন্মগ্রহণ করার কারণে তাদের মায়ের শারীরিক অসুস্থতা ছিলো কিছুটা ! তবে বাচ্চা হবার কিছুদিনের মাথায়ই তাদের হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয় , তখন মা বাচ্চা উভয়ই সুস্থ ছিলো !
আজকে একদম সকালের দিকে বাচ্চার মা অসুস্থ হয়ে পড়েন এবং প্রচুর বমি করেন ! তাই তাকে পটুয়াখালী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার স্বামীকে কিছু ওষুধ আনতে বলা হয় ! স্বামী ওষুধ নিয়ে যখন তার স্ত্রীর কাছে ফিরে আসে তখন কেউ একজন তাকে বলেন যে , “ওষুধ ফিরিয়ে নিয়ে যান , আপনার স্ত্রী মারা গেছেন!”
তখন সেই খবর শুনে বাচ্চার বাবা ওই জায়গায়ই স্ট্রোক করে মারা যান । এটাই তাদের প্রথম সন্তান ছিল ! তাদের উভয়ের বয়সই কম ! স্বামীর হয় তো ৩০ বছর হইছে বা ৩০ এর ও কম এবং তার স্ত্রী এর বয়স তো আরো অনেক কম ! জীবন যে কার কোন পর্যন্ত কেউ বলতে পারে না ! এই পুত্র সন্তানটির জন্যে সবাই দোয়া করবে !