বাহুবলে নৃত্বাতিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শিক্ষা বৃত্তি,শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবন মান উন্নয়নে জন্য আলিয়াপুঞ্জি, রশিদপুর, কামাইছড়া, বালুছড়া,রামপুর,মধুপুর, কালিগজিয়ার আধিবাসী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার শিক্ষা বৃত্তির চেক, শিক্ষা উপকরণ, বাইসাইকেলে বিতরণ করা হয়েছে। ১ লা নভেম্বর দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিক ভাবে এ উপহার প্রদান করা হয়। উপহার প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সহকারী কমিশনার ভুমি খৃষ্টফার হিমেল রিছিল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, নিলুফার ইয়াসমিন, শিক্ষক বিকাশ দেব প্রমুখ নেতৃবৃন্দ।