বাহুবলে বর্নাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে ।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাহুবল মডেল থানা পুলিশের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ৩১ অক্টোবর সকাল ১১ টায় বাহুবল মডেল থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাহুবল উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ আসকার আলীর সভাপতিত্বে ও এসআই মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলোচনা সভায় প্রধান অতিথি শৈলেন চাকমা। অন্যনের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান, ওসি তদন্ত আলমগীর কবির, ব্রিকস ফিল্ড মালিকদের পক্ষে হাজী আব্দুল মালেক ও মিন্টু দে, মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, গ্রীণ নিউজ পোর্টালের সম্পাদক ছাদিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার এস আই শাহ আলী। আলোচনা সভা শেষে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।