বাহুবলে তথ্য সেবা কেন্দ্রের ডোর টু ডোর সেবায় গ্রামীণ নারীরা
সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলা তথ্য কেন্দ্র নানামুখী সেবা প্রদানের পাশাপাশি ডোর টু ডোর সেবা প্রদান অব্যাহত রয়েছে।গ্রামীণ হতদরিদ্র মহিলাদের বিনামূল্যে মুল্যে অনলাইনে ভিজিডির আবেদন জমা দেয়ার কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। তথ্য কেন্দ্র বাহুবলের দায়িত্বে নিয়োজিত উপজেলা তথ্য কর্মকর্তা জয়া ও তাঁর সহকর্মীরা প্রতিদিনই গ্রামে গ্রামে ঘুরে সেবা দিয়ে যাচেছন। গ্রামীণ জনপদে অনলাইন সেবা পেয়ে গ্রামীণ নারীরা মুগ্ধ হচ্ছেন।