বাহুবলে দেওয়ান আব্দুল বাছিত ফাউন্ডেশন এক অসহায় মহিলার মেয়ের বিয়েতে ফার্নিচার উপহার।

সৈয়দ আব্দুল মান্নান বাহুবল হবিগঞ্জ থেকে।। হবিগঞ্জের বাহুবল উপজেলার দেওয়ান আব্দুল বাছিত ফাউন্ডেশন এক অসহায় মহিলার মেয়ের বিয়েতে ফার্নিচার উপহার প্রদান করেছে। ২৮ অক্টোবর বুধবার বিকেলে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে অসহায় মহিলার কাছে ফার্নিচার হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি নুরুল আমীন শাহজাহান, সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন,পাভেল আহমেদ প্রমুখ। দেওয়ান আব্দুল বাছিত ফাউন্ডেশন বাহুবলের আর্তমানবতার সেবায় প্রশংসনীয় ভুমিকা পালন করে আসছে। ফার্নিচার উপহার পাওয়া অসহায় মহিলা জানান দীর্ঘদিন যাবত ফার্নিচারের অভাবে মেয়ে বিয়ে পারছিলেন না। এ সহায়তা পাওয়ায় দেওয়ান সৈয়দ আঃ বাছিত ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।