বাগেরহাট শরনখোলীয় ৩২০পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার।

বাগেরহাট জেলা প্রতিনিধি :ইমরানুর রহমান।
বাগেরহাটের শরণখোলার চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক ফকিরকে (৩৫) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নিজ বাড়ি থেকে ৩২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক মাদক মামলার আসামী রাজ্জাক ফকির উপজেলার ঝিলবুনিয়া গ্রামের লতিফ ফকিরের ছেলে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে রাজ্জাক ফকিরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে ৩২০ পিচ ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ তাকে থানায় হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওসি আরো জানান, রাজ্জাক ফকির দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করছে। তার বিরুদ্ধে শরণখোলা থানায় মাদকের ৮টি মামলা রয়েছে। সে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে আবার মাদকের কারবার চালাতে থাকে।