বাহুবলে মোবাইল কোর্টে ৫ টি অবৈধ সমিলের চাকা জব্দ

বাহুবল প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলার ৫ টি অবৈধ স মিলের চাকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২২ অক্টোবর বিকেলে বাহুবল উপজেলার দিগাম্বর বাজার, ডুবাঐ বাজার ও চলিতাতলায় অবস্থিত অবৈধ করাতকলগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স না থাকায়, লাইসেন্সবিহীন অবস্থায় অবৈধভাবে দীর্ঘদিন করাতকলগুলো পরিচালিত করায় ৫টি করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। জব্দকৃত যন্ত্রাংশগুলো সহকারী বন সংরক্ষকের জিম্মায় রাখা হয়। অবৈধভাবে পরিচালিত করাতলের মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য নির্দেশনা বন বিভাগকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। তাঁর সাথে ছিলেন বন বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।