বাহুবলে সেনাবাহিনীর গাড়ীর সাথে হবিগঞ্জ বিরতিহীন বাসের মুখোমুখি সংঘর্ষঃ সেনা সদস্য সহ আহত ২০।

বাহুবল প্রতিনিধি।। ঢাকা – সিলেট মহাসড়কের বাহুবলে সেনাবাহিনী ও বিরতিহীন বাসের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২২ অক্টোবর বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ও আহত সুত্র জানায় ওই সময় সিলেট থেকে একদল সেনাবাহিনী রওয়ানা হয়। মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে পৌছলে বেপরোয়া গতিতে আসা হবিগনজ গামী বিরতিহীন এক্সপ্রেস( ঢাকা মেট্রো ব,১১-০৩৬৮) এর সাথে সেনাবাহিনীর গাড়ী (পি আর ডি-৪৫০০কেজির) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় গাড়ী পার্শবর্তী খাদে পড়ে যায় । এ সময় সেনা সদস্য রাসেল (৩৬), সেনাবাহিনী গাড়ীর চালক হিরা (৩৭), বাস যাত্রী মোস্তফা মিয়া(৪০), আজিজ (৪২), শাহিন (২০), আলেয়া (৪৩) সহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মাঝে ১জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছেএবং বাকীদেরবাহুবল ও হবিগনজ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।