বাহুবলে নীলকান্ত সাহা ফাউন্ডেশনের উদ্যোগে হোসেনপুর পূজা মণ্ডপে হতদরিদ্রদের মাঝে বস্র বিতরণ

সৈয়দ আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের বাহুবল উপজেলার নীলকান্ত সাহা ফাউন্ডেশনের উদ্যোগে হোসেনপুর পূজা মণ্ডপে হতদরিদ্রদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বস্র বিতরণ করা হয়েছে। ২১ অক্টোবর বিকেলে হতদরিদ্রদের মাঝে বস্র বিতরণ করেন নীলকান্ত সাহা ফাউন্ডেশনের পরিচালক ও জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নিরজ্ঞন সাহা নিরু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল সাহা, যুগ্ম সম্পাদক সজ্ঞয় পাল,বিকাশ চন্দ্র দাস প্রমুখ নেতৃবৃন্দ।