নবাবগঞ্জে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ফ্রী ক্যাম্পেইন

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:: ‘মূমুর্ষু রোগীর প্রাণের টানে এগিয়ে আসুন রক্তদানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে কোভিট-১৯ সচেতনতা রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ফ্রী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বন্ধন রক্তদাতা সংগঠনের আয়োজনে উপজেলা ভাদুরিয়া বাজারের বাবু মার্কেট এর দ্বিতীয় তলার হলরুমে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। প্রধান অতিথি পরে রক্তদাতাদের হাতে সম্মানাস্বারক তুলে দেন। এ সময় রক্তদাতা সংগঠন বন্ধনের পরিচালক এস এম আল ইমরান, সহকারী পরিচালক বিপ্লব প্রমূখ বক্তব্য রাখেন ।