ধর্ষন ও নির্যাতন বিরোধী পঞ্চগড়ে বিট পুলিশিং সমাবেশ

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় পৌরসভা চত্বরে জেলা পুলিশের আয়োজনে ধর্ষন ও নির্যাতন বিরোধী পঞ্চগড়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শনিবার (১৭ অক্টোবর ) পঞ্চগড় পৌরসভা চত্বরে। বিট পুলিশিং বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে। পৌর মেয়র তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী প্রমুখ বক্তব্য রাখেন ।