নবাবগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের নবাবগঞ্জে শারদীয় দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে চেক বিতরণ উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের বারোয়াড়ি চত্তরে উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর ১ আসনের সাংসদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইচ চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল এমপি। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ সাদেকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, থানার ওসি অশোক কুমার চৌহান, কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের সভাপতি চঞ্চল কুমার সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তি সরকার প্রমূখ। পরে প্রধান অতিথি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাকদের হাতে অনুদানের চেক তুলে দেন ।