পঞ্চগড়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় জেলার আটোয়ারীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের ভাদরু মোহাম্মদের পুত্র মোঃ শাহজাহান আলী’র ভাষ্যমতে, তার স্ত্রী দুই সন্তানের জননী মোছাঃ পেয়ারা বেগম (৩০) রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত প্রায় পৌনে ১২টার দিকে পরিবারের লোকজনের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন ফাঁস থেকে পেয়ারা বেগমের ঝুলন্ত লাশ মাটিতে নামিয়ে চিল্লাহল্লা শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী জানান, তাদের চিল্লাহল্লা শুনে দৌড়ায় গিয়ে দেখি শাহজাহানের স্ত্রী পেয়ারা বেগম মাটিতে শোয়ানো অবস্থায় আছে। পরিবারের লোকজন বলছে, সে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে আটোয়ারী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল শেষ করে লাশ থানায় নিয়ে আসেন এবং ১৩ অক্টোবর সকালে ময়না তদন্তের জন্য লাশ পঞ্চগড় মর্গে পাঠিয়েছেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দীন জানান, ফাঁসিতে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। লাশের কান দিয়ে রক্ত ঝড়েছে, শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। আত্মহত্যার বিষয়টি সন্দেহ হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে পেয়ারা বেগমের পিতা মোঃ আজিজুল হক বাদী হয়ে তার জামাতা মোঃ শাহজাহান আলীকে প্রধান আসামী করে পাঁচ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটোয়ারী থানার মামলা নম্বর-০৭, তারিখ: ১৩/১০/২০২০ , ধারা: ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ২০০৩ এর ১১(ক)/৩০। এ হত্যা মামলার প্রধান আসামী মোঃ শাহজাহান আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওসি বলেন, ‘আদালতে রিমান্ডের আবেদন করা হবে। আর বাকী আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।