পঞ্চগড়ে গরুর জন্য ঘাস গাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে গরুর জন্য ঘাস গাটতে গিয়ে আনজু আক্তার (২৫) নামে বিদ্যুৎস্পর্শ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঠুটাপাখুরী এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত গৃহবধূ আনজু আক্তার ওই এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যান আনজু। বিকেল হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে যান। তখন ধানক্ষেতে তাকে বিদ্যুতের তারের সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে চিৎকারে দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আনজুকে মৃত অবস্থায় উদ্ধার করে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।