মরণ ব্যাধী ক্যান্সারে নার্সের মৃত্যু।

মোঃ নজরুল ইসলাম প্রতিনিধি মনিরামপুর। উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটী গ্রামের বিশিষ্ট ওষুধ ব্যাবসায়ী মধুসূদন বিশ্বাস এর স্ত্রীর এবং মণিরামপুর সরকারি হাসপাতালের নার্স স্বপ্না পাল(৩৯) মরণ ব্যাধী আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১ঃ ৪৫ মিনিটে মণিরামপুর উপজেলা সদরের নিজ বাসায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার একমাত্র ছেলে সুদীপ্ত সৌমিক অভি মণিরামপুর সরকারি উচচ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। ২০০৩ সালের ২২ মে দিনাজপুর সদর উপজেলার মেয়ে স্বপ্না পালের বিবাহ হয় এবং ২০১০সাল থেকে তিনি অসহায় মানুষের সেবার জন্য নার্সিং এর মত মহৎ পেশাকে বেছে নিয়ে চাকুরীতে যোগদান করেন। দুবছর আগে তার শরীরে প্রথমে ব্রেষ্ট ক্যান্সার ধরা পড়ে। তারপর বাংলাদেশ এবং ভারতে তার চিকিৎসা চলে। চিকিৎসার ফলে কিছুটা সুস্থ হলেও দ্বিতীয় দফায় তার শরীরে লিভার ক্যান্সার ধরা পরে। অবশেষে চিকিৎসার সকল চেষ্ঠা ব্যার্থ হলে তিনি মারা যান। বিকালে গরীবপুর মহাশ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।