কুড়িগ্রামে রৌমারী পুলিশের অভিযানে একহাজার পাঁচশত পিস ইয়াবা সহ আটক এক।

শাহাজাদা বেলাল স্টাফ রিপোর্টার::
কুড়িগ্রামে রৌমারী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় শাওন ক্লাসিক কাউন্টারে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষমান এক যাত্রীকে তল্লাশী করে মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইমাম।
গতকাল রবিবার (৪ অক্টোবর) ২০২০ইং স্বন্ধা ৭.১৫ মিনিটে রৌমারী থানার অফিসার ইনচার্জ হাসান ইনামের নির্দেশে এস আই তুহিন ও এস আই লিটনের নেতৃত্বে রৌমারী টিএনটি মোড় সংলগ্ন ঢাকা স্টান্ড শাওন ক্লাসিক কাউন্টারে পুলিশের তল্লাশী তে যাত্রী বেশে থাকা রহিজ উদ্দিন (৬০) নামে এক মাদক কারবারীকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। আটক রহিজ উদ্দিন (৬০) মৃত বুরজুত আলীর পুত্র বলে জানা গেছে। মাদক বিরোধী অভিযানে অন্যান্যদের মধ্যে এস আই মতিন, এএসআই মাহমুদ, এএসআই রহমত সহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করেন।
সোমবার( ৫ অক্টোবর) সকালে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম জানান,আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে জানান।
কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, ধন্যবাদ জানাই কুড়িগ্রাম জেলাবাসী ও মিডিয়া কর্মীদের, যারা তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতা করে আসছেন। আপনারাই আমাদের প্রেরনা ও সফলতার উৎস। জেলা পুলিশ কুড়িগ্রাম মাদক প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে যা আগামীতে মাদক বিরোধী অভিযানে আরো কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। আপনারা মাদক ও অপরাধ বিষয়ে তথ্য প্রদান অব্যাহত রাখুন।