বগুড়ার আদমদীঘিতে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ডাকাতি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মজনু মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মজনু উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জ গ্রামের আনছার আলীর ছেলে। শুক্রবার রাতে আদমদীঘির সাওইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আদমদীঘি থানার ২০০৬ সালের একটি ডাকাতি মামলায় একই সালে বগুড়ার অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আসামী মজনু‘র অন্পুস্থিতিতে বিচারকার্য করে দ্রæত বিচার আইনে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। রায়ের পর থেকেই মজনু পলাতক ছিল। গত শুক্রবার গোপন সংবাদের ভিক্তিতে থানার উপ-পরিদর্শক ছোলায়মান আলী ফোর্সসহ সাওইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানায়, মজনুর বিরুদ্ধে ডকাতি মামলা ছাড়াও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ৩ অক্টোবর শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।