বগুড়ার আদমদীঘিতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

বগুড়ার আদমদীঘি বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিকেলে র্যালি শেষে দলীয় কার্যালয়ের এক আলোচনা সভা উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি জাফরান হোসেন রিফাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সুমিনুল ইসলাম সুমন, সংগঠনের সাধারন সম্পাদক নুর আলম বাপ্পিসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ।