দেওয়ানগঞ্জ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মোঃ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ উদযাপিত হয়েছে । আজ ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১ টার সময় দেওয়ানগঞ্জ আলোর সন্ধানী বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিজম বিদ্যালয়ের প্রতিবন্ধীশিক্ষার্থীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয় ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী শাখার জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রাপ্ত অর্থ হতে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বিদ্যালয়টিতে মোট ২০৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীতে অধ্যয়ন করছে ।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পরিচালনা কমিটির সভাপতি রতন মিয়ার সভাপতিত্ব করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র আসনের সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারি মুক্তাদির বিল্লাহ শিপন । প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দিন ।
উক্ত অনুষ্ঠানে ছয়জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৬ টি হুইল চেয়ার বিতরণ করা হয় । পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয় ।
অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতিবন্ধীরা এখন আর সমাজের কোন বোঝা নয়, তাদেরকে সুশিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে পারলে তারা অন্য সব সাধারণ মানুষের মত কাজ করে খেতে পারেন।