মোরেলগঞ্জে সুপারি ব্যবসায়ীকে পিটিয়ে কুপিয়ে ডোবায় ফেলে রেখেছে দুর্বৃত্তরা
মোরেলগঞ্জে জিয়া বক্স(৩৫) নামে এক সুপারি ব্যবসায়ীকে পিটিয়ে কুপিয়ে ডোবায় ফেলে রেখেছে দুর্বৃত্তরা। তার বাম হাতও দুটি পা ভেঙ্গে ফেলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় মোশারেফ হোসেনের ছেলে জিয়া বক্স নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পূর্ব শত্রুতার কারনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। রাত ৩টার দিকে জিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনেরা। থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনা সম্পর্কে জিয়ার ভাই কামরুল বক্স বলেন, পূর্ব শত্রুতার কারনে ১০-১২জনের একটি সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে জিয়ার ওপর হামলা করে। হামলাকারিরা তার দুটি পা ভেঙ্গে ফেলেছে। নগদ ৬০ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে।
এ ঘটনা সম্পর্কে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ অবস্থান করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।