পঞ্চগড়ে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে এ জেলার মানুষ

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ভাদ্র মাসের ভ্যাপসা গরমের পর আশ্বিনের শুরু থেকেই পঞ্চগড়ে দেখা দিয়েছে বৃষ্টি। কখনও গুঁড়িগুঁড়ি আবার কখনও মুষলধারে। ফলে গরম ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে এ জেলার মানুষ৷ আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) দুপুর ১২ টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২০৮ মিলিমিটার৷ তবে একই দিনে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস৷ এদিকে সরেজমিনে দেখা গেছে হঠাৎ ভারি বর্ষণে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষেরা পড়েছে চরম বিপাকে৷ বৃষ্টির কারণে অনেকেই কাজে বের হতে পারছেন না। যারা জীবনের তাগিদে বৃষ্টিকে অপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছে তারাও কাজ না হয়ে বাড়ির পথ ধরেছেন। রাত থেকে মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ । বৃষ্টিতে ভিজে কাজ করতে আসলেও কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে অনেকেই । পঞ্চগড় শহরের রিকশাচালক দুলাল হোসেন। তিনি বলেন রাত থেকে বৃষ্টি হচ্ছে। মানুষ তেমন বাড়ি থেকে বের না হওয়ার কারণে যাত্রী না পেয়ে বেকার সময় পার করছি আমরা। হঠাৎ করে ভারি ও মুষলধারে বৃষ্টিপাত হওয়ার কারণে জেলা শহরের বিভিন্ন অফিস ও বাড়িতে পানি জমেছে। স্থানীয়দের দাবি পানি নিষ্কাশনের ড্রেনের সমস্যার কারণে পানি জমাট হয়ে আছে এবং সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।যার ফলে অনেকেই চরম ভোগান্তিতে পড়েছেন পরিবার নিয়ে। এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে। তবে এর মাঝে কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও মুষলধারে বৃষ্টি দেখা দিচ্ছে জেলার বিভিন্ন এলাকায়।