Tue. Aug 4th, 2020

হবিগঞ্জে নানা বাড়ি যাওয়ার পথে নৌকা থেকে পরে প্রাণ গেল দুই শিশুর।

হবিগঞ্জ প্রতিনিধি :: নতুন জামা পড়ে ঈদ আনন্দ উপভোগ করতে পরিবারের সাথে নানা বাড়ি যাচ্ছিল পপি (১২) ও মণি (১০)। কিন্তু সেই আনন্দ আর নানা বাড়ি পর্যন্ত পৌঁছালো না। মাঝ হাওরে নৌকা থেকে পড়ে চলে যেতে হলো না ফেরার দেশে। ঈদ আনন্দের পরিবর্তে এখন নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

শনিবার (১ আগস্ট) ঈদের দিন এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামে।

নিহত পপি উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের মনাই মিয়ার মেয়ে ও মণি একই গ্রামের সালাম মিয়া মেয়ে।

জানা যায়, পপি ও মণিসহ পাঁচ ভাই-বোন মিলে নৌকাযোগে পাশ্ববর্তী গ্রামে নানার বাড়ি যাচ্ছিল। মাঝ হাওরে তাদের নৌকাটি যাওয়ার পর হঠাৎ করে পপি ও মণি নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাদের সাথে থাকা অন্য ভাই-বোনও শিশু হওয়ায় তারা বিষয়টি আঁচ করতে পারেনি। দূর থেকে একজন জেলে নৌকা থেকে তাদের পড়ে যাওয়ার বিষয়টি দেখে চিৎকার করতে থাকেন। পরে অন্যদের ডেকে বিষয়টি জানানোর পর খোঁজাখুঁজির করে পপি ও মণির নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত পপি এবং মণির চাচাতো ভাই কামাল মিয়া বলেন, ঈদের দিনে এমন দুঃসংবাদে আমাদের আকাশ ভেঙে মাথায় পড়েছে। মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে যে পপি ও মণি আর আমাদের মধ্যে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
রজত কান্তি চক্রবর্তী সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: মোস্তাক আহমদ।। ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ দিলোয়ার হোসেন ।I মহিলা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: .........................
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 ... 01304006014 dailyhumanrightsnews24@gmail.com
JS security