সিলেটে রাহিদ হত্যা মামলার আসামী জাবেদ গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুরমা থানাধীন সোনাপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে রাহিদ মিয়া হত্যা মামলায় পুলিশ অভিযান চালিয়ে জাবেদ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। মোগলবাজারের সোনাপুর গ্রামের তরুজ আলীর ছেলে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে থানা পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।এরআগে শনিবার (২৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ফেঞ্চুগঞ্জ থানাধীন কটালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে।
মোগলাবাজার থানার ওসি ছাহাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মোগলাবাজার থানাধীন সোনাপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে রাহিদ মিয়াকে হত্যা করা হয়। প্রতিপক্ষরা গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাহিদকে মার্বেল খেলা থেকে তুলে নিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করার পাশাপাশি তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী মোগলাবাজার থানায় মামলা নং ১৩ দায়ের করেন।