Tue. Sep 22nd, 2020

দুইদিনের সফরে আজ সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

দুইদিনের সফরে আজ (শুক্রবার) সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন। দুপুর দেড়টায় তিনি বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছবেন। বেলা সাড়ে ৩টায় নগরীর দরগা গেইট এলাকায় বৈদ্যুতিক খুঁটিবিহীন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর বিকেল সোয়া ৪টায় গত একবছরের উন্নয়ন কর্মকান্ড নিয়ে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতমিনিবয় করবেন। সন্ধ্যা ৬টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘ভিক্ষুকমুক্ত সিলেট’ বিষয়ক সেমিনারে অংশ নেবেন।

পরদিন শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট জেলার আরটিআই, অনলাইন ট্রাকিং সিস্টেম বিষয়ক অবহিতকরণ ও প্রশিক্ষন সভায় যো্গ দেবেন। সকাল পৌনে ১১টায় জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে জাতীয় পিঠা মেলার উদ্বোধন করবেন। সাড়ে ১১টায় নগরীর কিশোরী মোহন বালিকা বিদ্যালয়ের পুণর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন। বেলা সাড়ে ১২টায় সিলেট চেম্বার অব কমার্সের পুণর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।  বেলা দেড়টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
রজত কান্তি চক্রবর্তী সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: মোস্তাক আহমদ।। ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ দিলোয়ার হোসেন ।I মহিলা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: .........................
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 ... 01304006014 dailyhumanrightsnews24@gmail.com
JS security