Wed. Sep 23rd, 2020

আ .লীগের মিছিলে একসাথে সিলেটের নেতারা।

আওয়ামী লীগের টানা তিনবারের সাংগঠনিক সম্পাদক ছিলেন মিসবাহ উদ্দিন সিরাজ। এইবারও সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় ছিলেন। একইপদে আলোচিত হচ্ছিলো বদরউদ্দিন আহমদ কামরানের নামও। বিশেষত সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির পদ হারানোর পর কেন্দ্রে কামরান মূল্যায়িত হতে পারেন বলে আশা করছিলেন তার অনুসারিরা। তবে সবাইকে অবকা করে দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক হন শফিউল আলম নাদেল।

সোমবার নগরীতে একসাথে আওয়ামী লীগের মিছিলে অংশ নেন এই তিন নেতা। প্রতিদ্বন্দ্বিতা ভুলে তিন নেতাই একসাথে মিছিলে অংশ নেওয়া প্রশংসিত হয় নেতাকর্মীদের কাছে। এই মিছিলে অংশ নেন দলটির প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদও।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তিকে ‘গণতন্ত্রের বিজয়’ আখ্যা দিয়ে সোমবার বেলা ৩টায় এ বিজয় মিছিলের আয়োজন করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া আনন্দ মিছিলে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা তাঁতীলীগের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ, মহানগর তাঁতীলীগের আহ্বায়ক নোমান আহমদ, সদস্য সচিব শেখ আবুল হাসনাত বুলবুল সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
রজত কান্তি চক্রবর্তী সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: মোস্তাক আহমদ।। ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ দিলোয়ার হোসেন ।I মহিলা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: .........................
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 ... 01304006014 dailyhumanrightsnews24@gmail.com
JS security